ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

ফেনী: ফেনী সদর উপজেলার বিসিক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৮ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত হলেন একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)। তারা তিনজন বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে আসেন তারা। রাতে তারা ফেনীতে অবস্থান করেন। রোববার সকালে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ এলাকায় ফিরছিলেন। পথে ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তিন বন্ধু মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার ফেনী সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। আহত সজীব ও বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীবেরও মৃত্যু হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।