ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভিটামিন এ খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ভিটামিন এ খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় লামিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৮ জুন) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মাঝের পাড়ায় ঘটে এ ঘটনা।

 

নিহত লামিম হোসেন একই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি অদূরে পোলিও টিকা কেন্দ্র থেকে টিকা খেয়ে বাড়ি ফিরছিল লামিম। এ সময় দ্রুত গতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান খাতুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুর মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।