ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
টুঙ্গিপাড়ায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

গোপালগঞ্জ: গোপালগঞ্জে রিকশাভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইকোপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের রেজাউল মোল্লা স্ত্রী।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জানিয়েছেন, ফাতেমা বেগম স্বামীর বাড়ি থেকে রিকশাভ্যানে বাবার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কেড়াইকোপা পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে গেলে গুরুতর আহত হন। তার ডান কান থেকে প্র্র্র্রচুর রক্ত বের হতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ বুঝে নিয়ে চলে যান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।