ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  

তিনি বলেন, পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন।

থাকবে জালনোট শনাক্ত করার মেশিন ও এটিএম বুথ। বাস ও লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় থাকবে, যাতে মলমপার্টি ও অজ্ঞানপার্টি কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে।

রোববার (১৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘পবিত্র ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে’ সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এমন তথ্য দিয়েছেন।  

এ সময় জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় ও কোরবানির পশুর হাটে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করবো। সিসি ক্যামেরার আওতায় থাকবে পশুর হাট। এ বছর সারা দেশে কমবেশি চার হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে আমাদের কাছে খবর এসেছে। এসব হাটে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সড়ক-মহাসড়কে যাতে কোনো প্রকারে হাট না বসে, আমরা সে ব্যবস্থাও নেব। পশুর হাটে হাসিলের সাইনবোর্ড যাতে দৃশ্যমান থাকে, সে ধরনের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, হাটগুলোতে ভেটেরিনারি (পশু) চিকিৎসকরা থাকবেন। কোনো পশুপাখি বহনকারী নৌযান ও ট্রাককে যাতে জোরপূর্বক নির্দিষ্ট কোনো হাটে থামতে বাধ্য করা না হয়, তার ব্যবস্থা করা হবে। পশুবাহী যানটি কোন হাটে যাচ্ছে, তা সামনের ব্যানারে লেখা থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কেউ পশুবাহী যানবাহন সড়ক-মহাসড়ক কিংবা নৌপথে থামতে পারবে না সুনির্দিষ্ট তথ্য ছাড়া। কেউ থামালে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় পশুর হাট বসলে কোনোক্রমেই তা যাতে সড়কের ভেতরে না আসতে পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোক্রমেই হাট মহাসড়কের ভেতরে আসতে পারবে না।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।