নরসিংদী: নরসিংদীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কারখানার গেইটের সামনে ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শ্রমিকরা। এ সময় তাদের অবরোধের মুখে পাঁচদোনা-ঘোড়াশাল ও টঙ্গি মহাসড়কে সব প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১৯ জুন) সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গ্রুপ পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লিমিটেডের সহস্ত্রাধিক শ্রমিকরা এ আন্দোলন করেন।
আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পাকিজা গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস বেড শিটসহ বিভিন্ন বস্ত্র তৈরি হয়। এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন ভাতা ঠিক মতো পরিশোধ করছে না। ২ থেকে ৪ মাসের বেতন বকেয়া পড়ে গেছে। মাঝে মাঝে বেতন দিলেও কিস্তি আকারে বেতন দেয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লিমিটেডের শ্রমিকরা কারখানা গেইটের সামনে বিক্ষোভ করতে থাকেন।
পরে কারখানার অন্যান্য শ্রমিকরা আন্দোলনে যোগ দেয়। ওই সয়য় শ্রমিকরা পাঁচদোনা-ঘোড়াশাল ও টঙ্গি মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের আন্দোলন ও অবরোধের ফলে পাঁচদোনা থেকে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি, নরসিংদী পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও নরসিংদী, নরসিংদী সদর এসিল্যান্ড মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কোনো আশ্বাসেই শ্রমিকদের নিভৃত করা যাচ্ছিল না। পরে তাৎক্ষণিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিলে দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শ্রমিক রাকিব মিয়া জানান, বিভিন্ন সেকশনের শ্রমিকদের প্রায় ২-৪ মাসের বেতন আটকে দিয়েছে মালিকপক্ষ। যার ফলে শ্রমিকদের মাসিক কিস্তি, বাড়ি ভাড়া, থাকা খাওয়াসহ নানা সমস্যার মধ্যে দিয়ে দিন পার করছেন। সামনের কোরবানি ঈদকে সামনে রেখেও বোনাসও দিচ্ছে না। তাই আন্দোলনে নেমেছেন।
আন্দোলনরত অপর শ্রমিক বিলকিস বেগম বলেন, বেতন ঠিক মতো পাচ্ছি না। বোনাস দিচ্ছে না। প্রতিমাসে ২০ থেকে ২২ তারিখের আগে টাকা পাই না। আমরা কীভাবে চলি। আমরা প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন চাই।
পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন মমটেক্স এক্সপ্রো লিমিটেডের জিএম আবুল বাশার বলেছেন, শ্রমিকরা ঈদ উপলক্ষে ১৫ দিনের অগ্রিম বেতন দেওয়ার দাবি করেছে। যা আমাদের ইতিহাসে নেই। তারপরও আমরা আমাদের এমডি স্যারের সঙ্গে কথা বলে তাদের সব দাবি মেনে নিয়েছি। আমরা তাদের দাবির প্রেক্ষিতে আজকেই দেড় মাসের বেতন দিয়ে দিয়েছি। আগামী বৃহস্পতিবারের (২২ জুন) মধ্যে ঈদুল আজাহার বোনাস দিয়ে দেওয়া হবে। যেসব শ্রমিকের ছুটির বেতন বকেয়া তা আগামী ২৭ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী বলেন , মূলত বেতন ভাতা নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি শিল্পাঞ্চল পুলিশ দেখছে। তারপরও নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিক পক্ষের সঙ্গে কথা বলেছে। সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত সড়কে কোনো সমস্যা নেই।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
জেএইচ