ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আইনজীবীকে মারধর, অতিরিক্ত ডিআইজি এনামুল কবির সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
আইনজীবীকে মারধর, অতিরিক্ত ডিআইজি এনামুল কবির সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ: জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমানকে মারধর ও নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবির।  

এ ঘটনায় আন্দোলনকারী আইনজীবীদের পক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

সোমবার (১৯ জুন) বিকাল সোয়া ৬টার দিকে বাংলানিউজের কাছে এ তথ্য নিশ্চিত করেন এই আইনজীবী নেতা।  

এর আগে গতকাল রোববার (১৮ জুন) জুন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে। এ অবস্থায় জনস্বার্থে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হওয়ায় এনামুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮ জুন থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িক ভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হলো।

সেই সঙ্গে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালে এনামুল কবির সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।  

এর আগে গত ১৪ জুন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমানকে মারধর ও নির্যাতন করার অভিযোগ ওঠে। পরে গত ১৫ জুন জেলা আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) এনামুল কবীরকে বরখাস্তের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন আইনজীবীরা।  

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।