ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মাধবপুরে আন্দোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২০, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মাধবপুরে আন্দোলন

হবিগঞ্জ: বাংলানিউজটুয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে আন্দোলনে নেমেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাংবাদিকরা।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে মানববন্ধনের আয়োজন করে মাধবপুর প্রেসক্লাব।

এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারাদেশে সব সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলেকে গ্রেপ্তারসহ দ্রুততম সময়ের মধ্যে তাদের ফাঁসির আদেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আন্দোলনে অংশ নেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, ইত্তেফাকের প্রতিনিধি শংকর পাল সুমন, সমকালের প্রতিনিধি আইযূব খাঁন, যায়যায়দিনের প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, দৈনিক হবিগঞ্জের আয়নার আয়নার কায়সার আহমেদ, দৈনিক বাংলার প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, ইনকিলাব প্রতিনিধি কে এম শামসুল হক, এনটিভির সংবাদদাতা জামাল মো. আবু নাছের, মাইটিভি’র রাজিব দেব রায় রাজু, আমার সংবাদের আলমগীর কবির, ঢাকা প্রতিদিনের একরামুল আলম লেবু, সাপ্তাহিক হবিগঞ্জের খবরের প্রতিনিধি বিল্লাল হোসেন খাঁন, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি বিপ্লব আচার্য্য সুজন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।