ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
বগুড়ায় সাংবাদিকের ওপর হামলা

বগুড়া: বগুড়ায় জোজিফ হোসেন প্রতীক নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।   আহত অবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ জুন) দুপুরে বগুড়া শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জোজিফ হোসেন প্রতীক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বগুড়া ব্যুরো অফিসের প্রতিবেদক।

প্রতীক জানান, দুপুর সোয়া ১টার দিকে খান্দার এলাকায় ছিনতাই করছিলেন কয়েকজন যুবক। এ সময় বাধা দিলে তার ওপর হামলা করে ছিনতাইকারীরা। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে পিঠ, মাথা ও মুখে জখম করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। আমরা ইতোমধ্যে সিসিটিভির ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।