ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে পুকুরের পানিতে ভাসছিল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
নলছিটিতে পুকুরের পানিতে ভাসছিল শিশুর মরদেহ প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে ইসরাত জাহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরের দিকে উপজেলার রানাপাশা ইউনিয়নের উত্তর কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইসরাত ওই গ্রামের ইমাম হাওলাদারের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলা করার সময় সবার অগোচরে বাড়ির উঠানে পাশের পুকুরের পানিতে পড়ে যায় ইসরাত। এর কিছু সময় পরই শিশুটিকে উঠানে না দেখে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এক পর্যায়ে পুকুরটি থেকে নিথর ও ভাসমান অবস্থায় ইসরাতকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।