ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুর নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃষ্টিতে ভিজে ভেরসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভেরসা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম পুহাতুগছ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে বৃষ্টিতে ভিজে স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার জন্য যান আব্দুস সালাম। এসময় প্রচণ্ড শব্দে তার শরীরে বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে মাথাসহ তার পুরো শরীর ঝলসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।  

ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেম উদ্দিন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।