ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিহত শামীম মিয়ার (৪০) স্ত্রী বানু বেগমকে (৩১) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
ওসি জানান, বুধবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রায়েরবাজার সাদেক খান রোডে লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাবেক খান রোডের বাড়িটিতে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। এটি তাদের দুইজনেরই দ্বিতীয় বিয়ে। দুইজনেরই আগের ঘরের সন্তান আছে। নিহত শামীম আচারের ব্যবসা পাশাপাশি জমির দালালিও করতেন। পারিবারিক বিভিন্ন কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছিল। এর জের ধরে বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে স্ত্রী বানু শামীমের শরীরসহ গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ওই বাসা থেকেই অভিযুক্ত বানুকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এজেডএস/এএটি