ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে শফিকুল মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জুন) রাতে এ ঘটনায় ওই তরুণীর ভাই নাজিরপুর থানায় মামলা করেন।

গ্রেপ্তার শফিকুল মোল্লা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সালেক মোল্লা ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত মার্চ মাসের ১১ তারিখ দুপুরে ভুক্তভোগী ওই তরুণীর ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করেন শফিকুল। পরে এ ঘটনাটি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দেন।

পরর্বতীতে বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দিয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক। এতে করে ওই তরুণী অন্তঃসত্তা হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে ওই যুবকের নামে মামলা করা হয়।

এরপর ভুক্তভোগীর শারীরিক অবস্থার পরিবর্তন হলে গত ১৭ জুন চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা পরীক্ষা করে অন্তঃসত্তা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পরে অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।