ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ২২, ২০২৩
পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চেংমারি গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, শিশু আলিফ একই গ্রামের শাহজাহান ইসলামের ছেলে।  

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, আলিফ বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এর কিছু সময় পরই আলিফকে পুকুরের পানি থেকে ভাসমান ও নিথরাবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চন্দনবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকারিয়া ইসলাম পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।