ঢাকা: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়কের নয় প্রকল্পের জন্য দুই হাজার ৯১৯ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৬০৩ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক টেকনিকাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে এসএমইসি, ওসিজি, ডিওএইচডব্লিউএ, সিসট্রা, এসিই, ডিডিসি-কে ৭১ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ২৮৭ টাকায় নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
একই সঙ্গে গোপালগঞ্জের ‘ঘোনাপাড়া হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সড়কাংশ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের পূর্ত কাজ যৌথভাবে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডিং লিমিটেড এবং হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে ১৭৯ কোটি ৬৯ লাখ ছয় হাজার ৬৬ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সড়কের আরও যেসব ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে-
বৈঠকে সড়কের অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো: ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট (বাংলাদেশ)’ প্রকল্পের ৪(সি) প্যাকেজের ভেরিয়েশন বাবদ কোনো অতিরিক্ত ব্যয় বৃদ্ধি না হওয়ায় মূল চুক্তি মূল্য ৭৫১ কোটি আটলাখ ৫৬ হাজার ৫১৬ টাকাই সংশোধিত চুক্তি মূল্য হিসেবে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৬ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে হিগো এবং মির আক্তারকে অতিরিক্ত ১৪৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৩২ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৭ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ আব্দুল মোমেন লিমিটেডকে অতিরিক্ত ৩২৮ কোটি আটলাখ ৪৩ হাজার ৯৪৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৮ (লট-২) প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে সিপিসি এবং টানটিয়াকে অতিরিক্ত ২৫১ কোটি ১০ লাখ ৫২ হাজার ১১০ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৯ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে কেএমসি এবং মনিকোকে অতিরিক্ত ২৯৬ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ২৯ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং-কে অতিরিক্ত পাঁচ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৩১১ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
‘সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪-লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০২ প্যাকেজের পূর্ত কাজ যৌথভাবে আব্দুল মোমেন লিমিটেড এবং চীনের কিউটিসিএইচ-এর নিকট থেকে ৮৯১ কোটি ৫৯ লাখ ২০ হাজার ১০৬ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২২, ২০২৩
জিসিজি/এসআইএ