ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ

বরিশাল: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় টাকা পরিবহনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ঈদুল আজহাকে টার্গেট করে অপরাধী ও অসাদু চক্র যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে।

ব্যাংক ও বিমাসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ব্যাংকের অভ্যন্তরে ও এন্ট্রি-এক্সিট পয়েন্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, এক স্থান থেকে অন্য স্থানে টাকা পরিবহনের সময় পুলিশের সহযোগিতা নিতে হবে।

বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিকাশ, রকেট, ইউক্যাশ ও নগদসহ সকল এজেন্টদের লেনদেন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বিধি মোতাবেক লেনদেন করতে পরামর্শ দেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।