সাভার (ঢাকা): ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রায় যানজট মুক্ত রাখতে ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কটির ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে গোলড়া হাইওয়ে থানা পুলিশ।
এ সময় ফুটপাতের দুই পাশে থাকা কাঁচাবাজারের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়। এবং পরে দোকান না বসাতে নির্দেশনা দেওয়া হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বাংলানিউজকে বলেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে আসন্ন কোরবানি ঈদের সময়ে পশুবাহী ট্রাক ও ঈদযাত্রায় যাতায়াত মহাসড়কে নির্বিঘ্ন করতে মহাসড়কের দুই পাশের ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে৷ এ অভিযানে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফার নেতৃত্ব অভিযানটি পরিচালনা করা হয়। এতে ফুটপাতে থাকা প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়। হাইওয়ে পুলিশের এ অভিযান নিয়মিত চলবে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এসএফ/আরআইএস