ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ার রাজা-প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
মালয়েশিয়ার রাজা-প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম উপহার

ঢাকা: মালয়েশিয়ার রাজা পারতুয়ান আগং এবং দেশ‌টির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ এই আম উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ জুন) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মালয়েশিয়ার হাইক‌মিশন জানায়, মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীর জন্য সরকারপ্রধানের পাঠা‌নো উপহারের আম বৃহস্পতিবার ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে‌ছে বাংলাদেশ হাইক‌মিশন।

এছাড়া বাংলাদেশ থেকে পাঠানো উপহারের এক হাজার কে‌জি আম কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সংবাদকর্মী, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের কাছে পৌঁছে দেয়।

হাইক‌মিশন আশা করছে, শুভেচ্ছা উপহার পাঠানোর এ উদ্যোগটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশি আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রপ্তানিপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।