ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে ১২ বছরের কম বয়সী মুক্তিযোদ্ধা ২১১১, আদালতের সিদ্ধান্ত পেলে বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
সাড়ে ১২ বছরের কম বয়সী মুক্তিযোদ্ধা ২১১১, আদালতের সিদ্ধান্ত পেলে বাতিল

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বয়স নির্ধারণ করা সাড়ে ১২ বছরের কম বয়সী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ হাজার ১১১ জন। এ বিষয়ে মামলার সিদ্ধান্ত পেলে তাদের সনদ বাতিল হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।



শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ করা হয়েছিল ১২ বছর ৬ মাস। এর নিচে যারা মুক্তিযোদ্ধা তাদের জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। সেই সংখ্যা ২ হাজার ১১১ জন। এ বিষয়ে কটি মামলা আপিল বিভাগে আছে। হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে একটা সিদ্ধান্ত পাবো। আদালতের সিদ্ধান্ত পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করবো।

আরও পড়ুন>>

>>> ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও সাজার ব্যবস্থা করব: উপদেষ্টা 

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।