ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে কেরির বড়ি খেয়ে যুবকের ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
নারায়ণগঞ্জে কেরির বড়ি খেয়ে যুবকের ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজিজুল (২০) নামে এক যুবক কেরির বরি খেয়ে আত্মহত্যা করছে।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আজিজুল আগুয়ান্দী এলাকার আব্দুল ওহাবের ছেলে।

জানা গেছে, পারিবারিক কলহের কারণে কেরির বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে আজিজুল। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টায় আজিজুলের মৃত্যু হয়। মৃত্যুর পর আত্মীয়-স্বজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসে। পরে আড়াইহাজার থানা পুলিশ সংবাদ পেয়ে মরদেহ তাদের হেফাজতে নেয় ও লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ