নড়াইল: ‘তরুণ-তরুণীরা নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবে। ডলার আয়ের জন্য আর বিদেশে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই।
শুক্রবার (২৩ জুন) বিকেলে ৪টার দিকে নড়াইল শহরের সিমাখালী মালিবাগ এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের তরুণদের কথা ভাবেন। আমাদের তরুণদের কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে সারা বাংলাদেশে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। এই সেন্টার থেকে ৩-৬ মাসের ট্রেনিং দিয়ে আমরা পুজিগত সহায়তা দিয়ে নড়াইলের হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে বড় বড় কোম্পানিতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আন্জুমান আরাসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।
সমাপনী বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে আইসিটি ইন্ডাস্ট্রি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। আমাদের দেশের শিক্ষিত বেকার সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রধানমন্ত্রী তরুণদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে দেশে আইসিটি শিল্পের প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
এর আগে, প্রতিমন্ত্রী পলক বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদর উপজেলা চত্বরে জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় তিনি এক বক্তব্যে ক্রিকেটার মাশরাফির ভূয়সী প্রসংসা করে তাঁর কাছে অটোগ্রাফসহ একটা ক্রিকেট ব্যাট চান। সেজন্য তিনি নড়াইলবাসীকে সুপারিশ করার অনুরোধ জানান।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যে মাশরাফিসহ উপস্থিত সবাই করতালির মাধ্যমে স্বাগত জানান। পরে ওই মঞ্চেই বাসা থেকে ক্রিকেট ব্যাট আনিয়ে নড়াইলবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে উপহার দেন মাশরাফি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইল শহরতলীর আউডিয়া ইউনিয়নের সীমাখালীর মালিবাগ এলাকায় ৪ একর ৭৭ শতক জমির ওপর ৭৬ কোটি টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এসআরএস