ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ কারবারি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪ কেজি গাঁজাসহ মো. ইয়াসিন মিয়া (২৩) নামে এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জুন) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আটক ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী উত্তরপাড়া এলাকার মো. জুলহাস মিয়ার ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে,  কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়ার নেতৃত্বে শনিবার দুপুর দেড়টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি ইয়াসিনকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।