ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল থানার অভিযানে গ্রেপ্তার ৯

 ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
শ্রীমঙ্গল থানার অভিযানে গ্রেপ্তার ৯

মৌলভীবাজার: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ।

শনিবার (২৩ জুন) গভীর রাতে গোপন সংবাসদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার এবং ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক এসআই রাকিবুল হাছান, এসআই মো. আলাউদ্দিন, এসআই তীথংকর দাস, এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই সজীব চৌধুরী, এএসআই মো. জামাল উদ্দিন, এএসআই আবু মুছা, এএসআই জীবন বাকতি এবং পুলিশ ফোর্সের সহায়তায় এ সব আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-  ১. একবছরের সাজাপ্রাপ্ত আসামি বলাই সাওঁতাল ২. আকবর আলী, পিতা-ব্চ্চু  ৩. আব্দুল হক (৩৫) ৪. সাধু পটনায়েক ৫. সীমান্ত পটনায়েক ৬. সবুজ আহমেদ ৭. মো. মাহফুজুল ইসলাম ফাহাদ ৮. বাবুল গোস্বামী ৯. জয়নাল হাজারী

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, শনিবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এমন অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।