ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উমরা করেছেন রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
উমরা করেছেন রাষ্ট্রপতি

ঢাকা: পবিত্র হজ পালনের আগে সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ উমরাহ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ ও সায়ী করাসহ পবিত্র উমরাহর অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রয়েল গেস্ট হিসেবে সৌদি আরব সফরে রয়েছেন রাষ্ট্রপতি।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে মক্কার সাফা রয়েল প্যালেসে নিয়ে যাওয়া হয়।

পবিত্র হজ্জ পালন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন।

পবিত্র হজ্জ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমইউএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।