ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমে উঠেছে সাতমাইল কোরবানির পশুর হাট 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
জমে উঠেছে সাতমাইল কোরবানির পশুর হাট 

বেনাপোল (যশোর): ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে দক্ষিণ বঙ্গের সবচেয়ে বৃহত্তর পশুহাট সাতমাইল পশুর হাট। এবার ভারতীয় গরু না আসায় দেশি গরু কিনতে পেরে খুশি ক্রেতারা।

জানা যায়, দক্ষিণ বঙ্গের সবচেয়ে বড় পশুর হাট শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল। এখান থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা গরু ছাগল কিনে থাকেন।

এদিকে বিক্রেতার জানান, বর্তমানে গো-খাদ্যের দাম অনেক বেশি। যার কারণে গরুর দামও একটু বেশি। তবে চাহিদা অনুযায়ী, গরু উৎপাদন বেশি হওয়ায় নিদিষ্ট দাম ছাড়া কম দামে গরু বিক্রি করতে হচ্ছে বলে তারা জানান।  

শার্শা  উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় গরু-ছাগলে জমজমাট হয়ে উঠেছে এ পশুর হাট। স্বাস্থ্য পরীক্ষায় তদারকি থাকায় এবার মানসম্পন্ন পশু পাওয়া যাচ্ছে বলে জানান তারা।  

শার্শা উপজেলার সাতমাইল পশুর হাটের ইজারাদার  ইলিয়াস কবির বকুল বলেন, বাগআঁচড়া সাতমাইল পশুহাটটি সার্বক্ষণিক প্রশাসনের তদারকিতে আছে। এর পাশাপাশি বাড়তি নিরাপত্তার জন্য ৩২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।  

এ পশুহাট পকেটমার, দালাল ও ছিনতাইকারী মুক্ত বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।