ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করতে হবে: বিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করতে হবে: বিএমপি কমিশনার

বরিশাল: ঈদুল আজহা উপলক্ষে বরিশালে নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম।

রোববার (২৫ জুন) সকালে বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটি ও যাত্রী এবং পণ্য পরিবহন কমিটির যৌথ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঘর মুখো মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো পরিবহন খাত। তাই সড়ক পথে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। এছাড়া নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধ করণের পাশাপাশি মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ করা এবং মোটরযান চলাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

সভায় বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন দিতে হবে। ফিটনেসহীন যানচলাচল বন্ধ করাসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশালের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান, সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা, বরিশাল আঞ্চলিক পরিবহন কমিটি ও বরিশাল বিআরটিএ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।