ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলী হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
গাবতলী হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত

ঢাকা: গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

সোমবার (২৬ জুন) সকাল থেকে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী পশুর হাটে ইতোমধ্যে বিপুল সংখ্যক গবাদি পশু এসেছে। হাটে দালাল, ছিনতাইকারী ও জালটাকা প্রতিরোধ এবং কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।