গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে মাঠের বাজার নামক কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এ জরিমানা আদায় করেন।
তিনি বলেন, পশুর হাটে খাজনা আদায়ে সরকারি দর অনুযায়ী গরু ৪০০ টাকা ও খাসি ১৫০ টাকার জায়গায় কয়েকগুণ বেশি খাজনা আদায় করা হচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিকেলে মাঠের বাজার পশুর হাটে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে দুই আদায়কারীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযোগ পেলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসআইএ