ঢাকা: পাখি ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংগঠন বার্ড বাংলাদেশের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট শাহজাহান সরদার।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পরিচিতি পর্বের পর অস্ট্রেলিয়া প্রবাসী বার্ড বাংলাদেশের প্রেসিডেন্ট শাহজাহান সরদার ও ভাইস প্রেসিডেন্ট প্রমীলা হাওলাদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে গত ১৬ জুন মুন্সীগঞ্জের ‘নিসর্গ অঙ্গন-এ’ অনুষ্ঠিত বার্ড বাংলাদেশ ও নেচার কনজারভেশন কমিটির প্রথম জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলনে বার্ড বাংলাদেশের ২০২৩- ২০২৫ সালের কার্যকালের ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটির প্রেসিডেন্ট শাহজাহান সরদার, ভাইস প্রেসিডেন্ট মাসুদ কাদের মনা, অধ্যাপক দুলন রায় বাপ্পি, মওদুদুল আলম, আনসার উদ্দিন খান পাঠান, সুমন কায়সার, প্রমীলা হালদার, সুভাষ কে বর্মণ ও জান্নাতুল জালাল, সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল আজাদ চৌধুরী ও ইমরান উজ-জামান, কোষাধ্যক্ষ মো. শিফুল ইসলাম মুন, নির্বাহী সদস্য আবুল হোসেন, শেখ আলী আশরাফ ফারুক, রেনেসাঁ পারভীন ও আসমা।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমজে