মেহেরপুর: মেহেরপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স দেখতে এসে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) বিকেলে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের সুরত আলীর ছেলে জীবন (১৮), আনোয়ার হোসেনের ছেলে শাহজাহান আলী (৩০) ও নাসিম হোসেনের ছেলে তুষার হোসেন (২৫)।
এদের মধ্যে শাহজাহান ও জীবনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মেহেরপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের ওই তিন আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ বলেন, আহতদের মধ্যে শাহজাহান ও জীবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত তুষার মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এসআরএস