ঢাকা: ছিনতাইয়ের জন্য রাতের ঢাকার শেষ ভাগকে ছিনতাইকারীরা বেছে নেয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শনিবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদ দুই পুলিশ সদস্যের প্রতিকৃতিতে প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, রাতের ঢাকার শেষ ভাগের সময়টাকে ছিনতাইকারীরা বেছে নিতে চায়। এমনিতেও রাতে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। ২টার পরে রাস্তা আরও অনেক ফাঁকা হয়ে যায়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।
আরও কীভাবে আমাদের পুলিশিং বাড়ানো করা যায় সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, তারা আর সেটা পারবে না। জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নতুন জঙ্গি সংগঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংগঠনের ডাকে অনেক তরুণ হিজরত করেছিল পাহাড়ে ও প্রশিক্ষণ নিয়েছিল। আমাদের পুলিশ-র্যাব তাদের অনেককে গ্রেপ্তার করেছে। আবার অনেকে ভুল বুঝতে পারে আত্মসমর্পণ করেছেন। আমরা কয়েকদিন আগেও শারক্বীয়ার প্রধানকে গ্রেপ্তার করেছি। তার নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা আশা করছি, তারা যে নামেই আসুক না কেন বাংলাদেশে স্থান পাবে না।
অপর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটিইউ, সিটিটিসি ও র্যাব জঙ্গিদের বিরুদ্ধে অনবরত কাজ করে যাচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও খোঁজ-খবর নিতে কাজ করছে। এছাড়া জঙ্গিবাদের বিষয়ে মানুষ জনকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন সময় নানা প্রোগ্রাম হাতে নিয়েছি এবং করেছি। দুই/চারজন ভুল পথে যাওয়ার চিন্তা-ভাবনা ছিল, তাদের যদি ইসলামের সঠিক আদর্শটা তুলে ধরতে পারি, আমাদের বিভিন্ন মাওলানা সাহেব ও বিজ্ঞ আলেম সমাজ যারা আছেন তারাও বিভিন্ন ধর্ম সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন। আমরা আশা করছি, এভাবে আমাদের মুষ্টিমেয় তরুণ ছেলে-মেয়ে বিপথে গিয়েছিল তারা ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
পিএম/আরবি