ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
নওগাঁয় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

নওগাঁ: নওগাঁ শহরের আব্দুল জলিল পার্ক এলাকায় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত ২০ জন।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল জানান, সন্ধ্যার দিকে দুইটি যাত্রীবাহী মাইক্রোবাস নওগাঁ শহরে ঢুকছিল। একই সময় নওগাঁ শহর থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সাপাহারের দিকে যাচ্ছিল। কিন্তু বাসটি বাঁ দিকে না গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে চাপিয়ে দিলে মাইক্রোবাস দুইটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন পরিবহনে থাকা যাত্রী ছাড়াও সড়কের পাশে থাকা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরাও আহত হন। পরে সব মিলে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।