ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে নানা বাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১ জুলাই) দুপুরে মোল্লাহাট উপজেলার উপজেলার দারিয়ালা গ্রামের শামছু কাজীর ঘেরে ডুবে মৃত্যু হয় তার।

নিহত মোনালিসা গোপালগঞ্জ সদর উপজেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে। মোনালিস কুরবানির ঈদ উপলক্ষে বুধবার (২৮ জুন) নানা সামছু কাজীর বাড়ি বেড়াতে এসেছিল।  

নিহতের নানা শামছু কাজী বলেন, মোনালিসা তার মামাতো ভাই-বোনের সঙ্গে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। এ সময় মামাতো ভাই-বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।