ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা রাজিব সরদার নামের এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (১ জুলাই) বিকালে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলার বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার রাসেল হাওলাদার (২৫) ও বনি আমিন (২৫)।

পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে অটোরিকশায় বসা নিয়ে পর্যটক রাজিবের সঙ্গে ওই যুবকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা ওই পর্যটককে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে গ্রেপ্তার করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আটকদের আসামি করে মামলার দায়েরের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।