ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোমরা বন্দর দিয়ে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচামরিচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ভোমরা বন্দর দিয়ে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচামরিচ ফাইল ছবি

সাতক্ষীরা: বাজারে কাঁচামরিচের দাম যখন হু হু করে বাড়ছে, ঠিক তখনই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ।

রোববার (০২ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর প্রথম চালানেই এসব কাঁচামরিচ এসেছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর ও ৬ ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।

এদিকে, সাতক্ষীরার বড় বাজার ঘুরে দেখা গেছে, রোববার প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। মাত্র দুই-তিন দিনের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা হয়েছে। কোথাও কোথাও দাম এর চেয়েও অনেক বেশি।

বিক্রেতারা বলছেন, পাইকারি দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।