ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বাসচাপায় নারীর মৃত্যু, আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
খুলনায় বাসচাপায় নারীর মৃত্যু, আহত ৪

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় বা‌সের চাপায় ইঞ্জিনচালিত ভ‌্যা‌নের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকসহ গুরুতর আহত হন চারজন।

প্রাথমিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমনগরের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী একটি বাস পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যান উপজেলার কপিলমুনির দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি ভ্যানকে চাপা দিলে ভ্যানচালকসহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। পরে বাসটি এক নারী যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা চালকসহ চারজনকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন।

তিনি ব‌লেন, নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়‌নি। আমরা ঘটনাস্থলে র‌য়ে‌ছি। বাস‌টি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।