ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বাছুর বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বাছুর বিতরণ

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে ১৩০টি ষাঁড় বাছুর ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বাছুর বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি জেসমিন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাগতবক্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেনসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ষাঁড় বাছুরগুলো বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।