ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাড়ে ৩৬ কেজির বাঘা আইড় ৪৮ হাজারে বিক্রি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
সাড়ে ৩৬ কেজির বাঘা আইড় ৪৮ হাজারে বিক্রি 

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ৩৬ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল একটি বাঘা আইড়  মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৩ জুলাই) ভোরে দৌলতদিয়া পদ্মা ও যমুনা নদীর মোহনা কর্নসোনা এলাকায় জেলের জালে এ মাছটি ধরা পরে।

বাঘা আইড় মাছটি সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে দুলাল মণ্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মোট ৪৫ হাজার ৭৫০ টাকায় কিনে নেন মাছ স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

শাজাহান শেখ সাংবাদিকদের জানান, আমি মাছটি কিনে নেওয়ার পরে বিভিন্ন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে কুষ্টিয়া জেলার একজন ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৫৮০ টাকা ও ভাড়াসহ ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।