ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরব নদে ভেসে এলো যুবকের মরদেহ, মেলেনি পরিচয় 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
ভৈরব নদে  ভেসে এলো যুবকের মরদেহ, মেলেনি পরিচয়  প্রতীকী ছবি

খুলনা: খুলনার ভৈরব নদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৫জুলাই) দুপুর ২টার দিকে খালিশপুর মোংলা বন্দর কর্তৃপক্ষের আবাসিক বাসস্থান ও জামে মসজিদের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মো: জসিম উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন করে ভাসমান মরদেহের কথা জানানো হয়। খবর পেয়ে আমাদের নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি তীরে উঠানো হয়।  

তিনি বলেন মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। মরদেহের শরীরে পচন ধরেছে। ৩-৪ দিন আগের মরদেহ হবে। মরদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এখানে পিবিআই ও সিআইডির টিম তার পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এমআরএম/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।