ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় ইয়াবাসহ মেরিন ইকো রিসোর্টের মালিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
ঢাকায় ইয়াবাসহ মেরিন ইকো রিসোর্টের মালিক আটক

ঢাকা: কক্সবাজারের মেরিন ইকো রিসোর্টের মালিক কাজী জাফর ছাদেক রাজুসহ (৩৮) পাঁচ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মেরিন ইকো রিসোর্টের মালিক কাজী জাফর ঢাকায় ইয়াবা সরবরাহ করতে এসেছিলেন।

তাকে আটকের পর এজেন্টসহ ৫ জনকে আটক করা হয়।  

বাকি আটকরা হলেন- মো. আরাফাত আবেদীন (৩৮), তাহরিম ইসলাম রবিন (৪৩), আহম্মেদ সাবাব (২৬), সাদি রহমান(২৬)। অভিযানে তাদের কাছ থেকে ৮ হাজার ৮১২টি ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৫ জুলাই) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ উপ অঞ্চলের খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, মঙ্গলবার (৪ জুলাই) ভোর থেকে বুধবার (৫ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট এবং রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

তিনি বলেন, কাজী জাফর সাদেক রাজু কক্সবাজারভিত্তিক মাদক চোরাচালানের অন্যতম হোতা। তাকে তল্লাশি করে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়।

কাজী জাফর সাদেক জানান, তিনি কক্সবাজার কলাতলী মেরিন ইকো রিসোর্টের মালিক। কক্সবাজার থানার ওয়ার্ড নং-১০ এর মধ্যম বাহের ছড়া এলাকার আব্দুস সবুর চৌধুরীর ছেলে।

ডিএনসির এ কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার (৪ জুলাই) ভোরে ১১২টি ইয়াবাসহ আহম্মেদ সাবাব ও সাদি রহমান নামে দুইজনকে বনানী এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী তাহরিম ইসলাম রবিন নামে একজনকে গুলশান এলাকা থেকে ২০০টি ইয়াবাসহ আটক করা হয়।  

তাদের জিজ্ঞাসাবাদে কক্সবাজার ভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে মো. আরাফাত আবেদীন নামে একজনকে ২ হাজার ৫০০ ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা এলাকা থেকে মাদক চোরাচালান চক্রের হোতা কাজী জাফর ছাদেক রাজুকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়।

ডিএনসির ওই কর্মকর্তা বলেন, কাজী জাফর ছাদেক রাজু একজন পেশাদার মাদক কারবারি। তার নামে কক্সবাজার থানায় ২টি মামলা আছে। তিনি কক্সবাজারের কলাতলীতে মেরিন ইকো রিসোর্টের মালিক। দীর্ঘদিন ধরে নিজে এবং তার সহযোগীদের মাধ্যমে কক্সবাজার এলাকা থেকে বিমান পথে ইয়াবা ঢাকায় এনে তার এজেন্টদের মধ্যে সরবরাহ করত।  

আটকদের বিরুদ্ধে বনানী, গুলশান, ঢাকা ক্যান্টনমেন্ট ও রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামল করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।