ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সাত বছর পর হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করল পিবিআই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
চাঁদপুরে সাত বছর পর হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করল পিবিআই 

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে সাত বছর পর কামরুল হত্যা মামলার পলাতক আসামি সুজন সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৫ জুলাই) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা।

এর আগে সোমবার (৩ জুলাই) দিনগত রাতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির আহাম্মদের নেতৃত্বে পিবিআই চাঁদপুরের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার সুজন সরদার হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ির মৃত সিরাজুল ইসলাম সরদারের ছেলে।

গ্রেপ্তারের পর সুজন সরদারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পিবিআইয়ের দেওয়া তথ্যমতে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে হাজীগঞ্জ ৫ নম্বর সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ি বাঁশঝাড়ের মধ্যে হাত পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় কামরুলের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় মৃত কামরুলের ফুফাত ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি মামলাটি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দাখিল করেন।  

পরে আদালত মামলাটি পিবিআই চাঁদপুরকে তদন্ত করার নিদের্শ দেন। অবশেষে চাঁদপুর পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।