ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা: ঠিকাদারের বিরুদ্ধে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০৫ জুলাই) দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী  জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে,অভিযানকালে টিম একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ এলজিইডি উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের প্রতিনিধি নিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার মোল্লাহাটে অভিযোগ সংশ্লিষ্ট সড়ক পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, রাস্তাটি মূলত আরসিসি গার্ডার সেতুর অ্যাপ্রোচ সড়ক। নির্মাণ নিয়ে আপত্তি আসায় বর্তমানে নিম্নমানের খোয়া সরিয়ে নেওয়া হয়েছে। অভিযানকালে টিম উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে।  

প্রকল্প সংশ্লিষ্ট কাজটি এখনও চলমান থাকায় এনফোর্সমেন্ট টিম কর্তৃক নির্মাণাধীন কাজ সঠিকভাবে বুঝে নিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসএমএকে/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।