ঢাকা: রাজধানীর মিরপুর থেকে মোতালেব ওরফে রনি (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ- যিনি দিনে বাসের হেলপারি করতেন, রাতে করতেন ইয়াবার কারবারি।
বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে কল্যাণপুরের প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানার, রনি দিশারী পরিবহনের হেলপার হিসেবে চাকরি করেন। হেলপারি পেশার সুযোগ নিয়ে তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। দিশারী পরিবহনের যাতায়াতের রুট হচ্ছে কেরানীগঞ্জ থেকে মিরপুর। রনিও কেরানীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুর আসতেন এবং বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে কল্যাণপুর প্রধান সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। রনি আগে মোটরসাইকেল চোর ছিলেন। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এজেডএস/এমজে