ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনে হেলপারি, রাতে ইয়াবা কারবারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
দিনে হেলপারি, রাতে ইয়াবা কারবারি

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে মোতালেব ওরফে রনি (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ- যিনি দিনে বাসের হেলপারি করতেন, রাতে করতেন ইয়াবার কারবারি।

বুধবার (৫ জুলাই) দিবাগত রাতে কল্যাণপুরের প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানার, রনি দিশারী পরিবহনের হেলপার হিসেবে চাকরি করেন। হেলপারি পেশার সুযোগ নিয়ে তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। দিশারী পরিবহনের যাতায়াতের রুট হচ্ছে কেরানীগঞ্জ থেকে মিরপুর। রনিও কেরানীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুর আসতেন এবং বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে কল্যাণপুর প্রধান সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। রনি আগে মোটরসাইকেল চোর ছিলেন। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।