ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদিতে দুই রাষ্ট্রপতির সাক্ষাৎ ছিল অনির্ধারিত

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
সৌদিতে দুই রাষ্ট্রপতির সাক্ষাৎ ছিল অনির্ধারিত

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালনকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির সাক্ষাৎ অনির্ধারিত ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

 

ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হজ পালন করেন। পবিত্র হজের বিভিন্ন অনুষঙ্গ পালনকালে তার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভির দেখা হয়ে যায়। এই সময় তারা কুশল বিনিময় ও সৌজন্যমূলক আলাপচারিতা করেন।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ৬,  ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।