ঢাকা: দেশে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তা ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও শরীরে করোনা পাওয়া যায়নি।
সব মিলিয়ে শুরু থেকে এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৯৭৫। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬২ জনের।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৭৪টি, সবগুলোই পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৭৮ হাজার ৫৪১টি।
ঢাকাসিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৯০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ নয় হাজার ৬৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক শূন্য শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আটজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে ৫ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৫২০ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ২৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৮০ জন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
আরকেআর/এমজে