ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ডোবা-দিঘিতে ডুবে ৩ শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
কুমিল্লায় ডোবা-দিঘিতে ডুবে ৩ শিশুর মৃত্যু  স্বজনদের আহাজারি

কুমিল্লা: কুমিল্লায় পাহাড় কাটা ডোবা ও দিঘির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে৷

বৃহস্পতিবার (৬ জুলাই)  দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়৷ দুই শিশু ওই এলাকার রৌশন আলীর ছেলে  আরাফাত হোসেন ( ৮) ও মনির হোসেনের ছেলে সায়েম (৭)।  

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

 

স্থানীয় নাইমুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে বাবা রৌশন আলীর সঙ্গে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। ডোবার একপাশে রৌশন আলী মাছ শিকার করছিলেন। আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ শিকারের চেষ্টা করছিল। এ সময় তারা দুইজন পানিতে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় লালমাই পাহাড়ের ছোট ছোট অংশ ছিল। দুর্বৃত্তরা পাহাড় কেটে গভীর ডোবা বানিয়েছে। যার কারণে এমন ঘটনা ঘটেছে।  

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর উজিরদিঘিতে ডুবে আরাবি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

আরাবির মামা নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম বলেন, তার বোন ও ভাগনি আরাবি সোমবার (৩ জুলাই) কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দিঘিরপানিতে ডুবে মারা যায় আরাবি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।