ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড়ির পাশে কাঁঠাল গাছে ফাঁস দিলেন যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
বাড়ির পাশে কাঁঠাল গাছে ফাঁস দিলেন যুবক ফাইল ফটো

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রতন সেরনিয়াবাত নামে এক যুবক। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের মোতাহার হোসেন সেনিয়াবাতের ছেলে রতন সেরনিয়াবাত মানসিক সমস্যার কারণে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয়র রতন সেরনিয়াবাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক ডা. ফারহানা ইসলাম মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে থানার এসআই তরিকুল ইসলাম গিয়ে তদন্ত করেন।

মৃত রতনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দুপুরে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।