ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ 

নরসিংদী: সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলায় জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি।

 

পলাশ ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কোরআন অবমাননার প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা ও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান।  

এছাড়া আগামী সংসদ অধিবেশনে কোরআন অবমাননার প্রতিবাদে নিন্দা প্রস্তাবের জোর দাবি জানান। পাশাপাশি জাতিসংঘকে অবহিত করার দাবিও জানান বক্তরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- নরসিংদী জেলা ওলামা পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন।  

পলাশ উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- পলাশ বাসস্ট্যান্ড খন্দকার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন মৃধা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রুহুল আমীন সিদ্দিকী, অ্যাডভোকেট লোকমান হোসেন ও ডাক্তার জুলহাস মিয়া প্রমুখ।

অন্যদিকে, ঘোড়াশালের সমাবেশে বক্তব্য দেন- ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাম্মেল হক, মূলগাঁও ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, সমাজসেবক মো. কামাল হোসেন প্রমুখ।

** সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ
** সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।