ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ফরিদপুরে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ফরিদপুরে বিক্ষোভ ছবি: বাংলানিউজ

ফরিদপুর: সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (০৭ জুলাই) জুমার নামাজ শেষে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও সংগঠনের আমীর মাওলানা বদরউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

 

জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সুইডেন সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বর্তমান সরকারকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করতে হবে। অন্যথায় কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলুশ শুরার সদস্য অধ্যাপক আ. তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আবু হারিচ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক এস এম আবুল বাশার, পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম।

অন্যদিকে, একইদিন বাদ আসর ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদ থেকে আরেকটি বিক্ষোভ সমাবেশ করে ফরিদপুরের সম্মিলিত ওলামা মশায়েখ পরিষদ। সেখানে হাফেজ মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার বাকিগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়া এ সময় সেখানে জেলার বিভিন্ন ওলামা মশায়েখরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।