ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

গভীর রাতে ইউপি চেয়ারম্যানের গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
গভীর রাতে ইউপি চেয়ারম্যানের গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ: গভীর রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতের কোনো এক সময় নিমগাছী বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের ভেতরে একটি শেডের নিচে রাখা প্রাইভেট কারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

 এতে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

চেয়ারম্যান মোস্তফা কামাল রিপন বলেন, রাতে আমি বাসায় চলে আসি। আধাঘণ্টা পর লোকজন ফোন করে বলে, আপনার গাড়িতে আগুন ধরেছে। সম্পূর্ণ গাড়ি পুড়ে গেছে। আমার গাড়িতে গ্যাসের সিলিন্ডার ছিল না। পূর্ব শত্রুতার জেরেই কেউ পরিকল্পিতভাবে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসনকে অবগত করেছি।  

রায়গঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।