ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় বিধি মেনে চলা উচিত: মুক্তিযুদ্ধমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় বিধি মেনে চলা উচিত: মুক্তিযুদ্ধমন্ত্রী

ঢাকা: সবাইকে ধর্মীয় নিয়মাবলী মেনে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।

শুক্রবার (০৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র ঈদে গাদিরে খুম উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনার ও সুফিধারা উৎসব ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আল্লাহর সৃষ্ট জগতের কল্যাণে কাজ করার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব। নিজের আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা খুবই সহজ। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কোনো স্থান নাই। শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামের অনুসারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানান।

অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ, চর্চা ও পালনের মাধ্যমে জীবন সুখী ও কল্যাণময় করা সম্ভব।

তিনি আরও বলেন, আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ (সা:) এবং রাসূলের পরিবারবর্গের প্রতি প্রত্যেকের নিজ প্রাণের চেয়ে অধিক ভালোবাসা থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।  

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ্‌ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে এবং মহাসচিব আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।